কি জানি আজ ,
কে জাগে রাত বিরহ আকাশে –
ও বন্ধু , বলে দিও তাকে
আমার কবিতা আজও তাকে ভালোবাসে –


আলো ছায়া প্রেম ,
মুখ তার আজও জ্যোৎস্না ভেজানো আঁধার ,
বলে দিও চাঁদ ,বলে দিও তাকে
আমার কবিতা শুধু তার ।


আমি সেটুকুই তাকে বেসেছি ভাল ,    
যেটুকু পারে আমার এ ক্ষুদ্র মন ,
বলে দিও তাকে ,বলে দিও ,ভালোবাসি আজও তাকে আমি  ,
যে ছিঁড়েছে দামাল হাওয়ার মতন প্রেমের সব বন্ধন।


ঝরা শ্রাবণ চোখে ,
ভাসিয়ে দিইনি আমি তাকে –
বলে দিও তাকে , বলে দিও আমি রেখেছি আজও
তার মিথ্যে প্রেমটুকু  গোপন সবপ্ন রাতে ।