যাকে আমি কবিতা নামে ডাকি ?
যাকে আমি শব্দে শব্দে আঁকি –
সে আসলে কে ?
যে আমায় ছুঁয়ে থাকে সারাক্ষন ,
প্রান ভ্রমরার মতন ,
আমি যাকে পারিনা ছুঁতে ,
শুধু ফিরি অন্ধের মতন –
সে আসলে কে ?
যাকে আমি প্রেম নামে ডাকি ,
যাকে আমি কি ভীষণ ভালোবাসি ,
যে নেশায় আমি বুদ ,
মাতালের মাতলামি –
সে আসলে কে ?
যদি খুজতে বল আমায় ,
আমি তোমাকে ছাড়া দেখতে পাই না কোনকিছু ,
তাই মনে হয় বার বার ,
যাকে আমি কবিতা নামে ডাকি ?
যাকে আমি প্রেম নামে ডাকি?
সে আসলে তুমি ,শুধু তুমি ।