দিশাহীন পথে ছুটছে সে,
তপ্ত রৌদ্র,কিংবা ঝড়-জল-
কী যেন সে খুঁজছে কেবল-
নাকি পেয়েছে অনেক-
তাই চারপাশ জ্ঞানশূন্য।
স্থির দৃষ্টি তবু
দেখছে কি কিছু-
নাকি চেয়ে আছে শুধু
অবিরাম দৃস্টিহীন।
কোথায় গেলে,কতদূর গেলে
মিলবে আকাশ-
কতদূর পথ আনে প্রেমের সীমানা-
কত ভালবাসলে-
একটা নদী,একটা পৃথিবী
একটা আকাশ-
একটা প্রান জেগে ওঠে আবার-
নাকি নিছক খেলায় মত্ত
সারাবেলা-এক দস্যি,
ভাঙ্গে,গড়ে,জোড়ে,কাটায়
সময় অবহেলায়-
সাজায় একা পাত্র সুখ,এক পাত্র দুঃখ,
এক পাত্র বিরহ,বেদনা-
সাজায় যত্নে শুধু
মানুষের মনে,আঁকে রঙ ছবি
তারা যে মিশে না ধূলায়।