কলেজের তিনতলার এই নির্জন বারান্দায় ,
ছেলেটা  রোজ দাঁড়িয়ে থাকে  একলা মনে ,
মেয়েটার শেষের ক্লাসটা রোজ পাঁচটায় হয় শেষ ,
মেঘ ও রোজ এই সময়ে উঁকি মারে বারান্দার কোনে –


আজ খিল খিলিয়ে হাসছে  ছেলেটা ,ওই তো সঙ্গে সেই মেয়েটা -  
কোঁকড়ানো চুল , বয়স বোধ হয় একুশ বছর হবে –
দূর আকাশ থেকে  দেখল মেঘ ,
ভাবল মনে, কি এমন  কথা হল ওদের তবে-


ছেলেটার থামছে না আর হাসি-
আজ কেন ও এমন এত খুশি-  
মুখ ঝুকিয়ে বারান্দায় মেঘ দেয় উঁকিঝুঁকি  ,
মেয়েটা  বলল  ছেলেটাকে আজ তবে আসি ।