আমার অতীত খুঁজছি আমি-
হাজার আলোকবর্ষ দূরে চলে যাওয়া
আলোর পিছু পিছু আমি হাঁটছি।
জন্ম ধারায় কত মৃত্যুর পর
কত জীবনের প্রেম সুখ দুঃখ কথা
একে একে ফুরাল কখন।
সেই রাজা রানী রাজ্যপাট
রথের চাকায় গুড়ালো কার অভিমান
শান্ত ধুলোর স্তরে ধীরে ধীরে ঘুমায় কত স্বপ্ন জীবন
অতীতের ছায়া সরে সরে যায়,
নতুনের খেলা শুরু হয় চুপি চুপি এবেলায়।
তবুও খুঁজছি আমি যদি পেয়ে যাই
এই অর্থহীন জীবনের এক অর্থ
তাই তো জেগে আছি আমি
জন্ম জন্মান্তর ধরে জীবন স্রোতে।
শুধু কি ক্ষয় হবে স্মৃতি
ভেঙ্গে চুরমার হবে সমস্ত যা কিছু
ভগ্ন রাজবাড়ির ক্ষয়ে যাওয়া লাল ইঁটের সারি
জৌলুসহীন জীর্ণদেহে মাথাউঁচু খুঁজছে ঝাড়বাতি-
হয়তো আমারি মত।