তুচ্ছ সুখ ,তুচ্ছ দুঃখ ,
তুচ্ছ এ জীবন –
যখন আকাশের দিকে হাজার হাজার গ্রহ তারা পার হয়ে ছুটে যায় মন –
কত রাজপ্রাসদের জোউলস যখন ধুলায় মিশে একাকার ,
সবাইকে মরে জেতে হয় , যেতেই হয় -
রাত প্রহরীর চোখেও ঘুম এনে দিতে কত দাম দিতে হয় জানো কি তুমি ?
বড্ড সস্তা এ মানব জীবন? নষ্ট কত ? –
কত খেলায় কত বেলায় মিলায় ধুলি কনায় সব সম্ভার,
কিছু পড়ে থাকে না তার অবশিস্ট ,
বাতাসে বাতাসে মুক্তির স্বাদ -
বড় মিথ্যে এ জীবন  , তখন অনন্ত ঘুম ,
এ পৃথিবীর ভোর জাগল কেমন -
কিবা আসে যায় , বলো তোমার আমার ?