একটা জীবন হারিয়ে যাচ্ছে দিগন্তের অন্তরালে -
      একটু একটু করে।
চেনা পথগুলিও আজ অচেনা লাগে পথিকদের।
নতুন করে পথ খুঁজে নেওয়ার তাগিদটুকুও -
      আজ হয় না অনুভূত।
জীবনের অন্তিম প্রহরগুলির গণনা হয়েছে শুরু।
তবু, কোনো মুহূর্তকেই -
      শেষ বলে নামাঙ্কিত করার -
             দুঃসাহসটুকুও আমার আজ নেই।
বুকের অতল গহ্বরে থেকে যায় -
      শুধু হারিয়ে ফেলার ভয়।
মৃত্যুকে বরণ করে নেওয়া -
      অনেক সহজ কাজ।
কিন্তু, অনুভূতির মৃত্যু যে এতোটাও নয় সহজ !
সবার মাঝে উপস্থিত আমি -
      হঠাৎ হঠাৎ হারিয়ে যাই,
             একলা হয় মন।
পাতাঝরা বিকেলটাও কেমন -
      হারিয়ে যায় জীবনের দিগন্তে।
এবার যে সূর্য ডোবার পালা !
      কিছু ক্ষণের মধ্যেই নেমে আসবে -
             ঘন অন্ধকার ।।


      *********************