তোমার চোখে যে নীল
আমি সেখানেই হারিয়ে যাই
হৃদয় জুড়ে ফুল ফোটে
যখন তুমি তাকাও হেসে।

তোমার পাশে বসে থাকি
চুপচাপ, কিছু না বলে
তবুও মনে হয় ভালবাসা
তোমাকে আমাকে জড়িয়ে।

এই রাত, এই শীতল হাওয়া
সবকিছু তোমার ছোঁয়ায় মধুর
তুমি আছো বলেই মনে হয়
জীবনটা এক মিষ্টি প্রহর।