জগতে বৈচিত্র্য বহু, রাশ রাশ-
কিভাবে খুঁজবো তাকে তুরুপের তাস।
সকাল কুয়াশা মাখা - গ্রামে, মাঠে, ঘাসে-
ভুল করে একবারও তবু আসেনা সে।
জীবনের আধখানা পার করে তবু-
অনুভবে তার ছবি আসেনিকো কভু?
শুনেছি সে এলোকেশে, কভু বালিকার বেশে-
ঘুরে ফেরে ত্রিভুবন- ঘোরে দেশে দেশে।
অজানার মরুদেশে, আকাঙ্খার চরে-
তার স্মৃতি অতলেতে ঠাঁই খুঁজে মরে।
অচেনার বহু ভিড়ে, আমাকে রেখেছে ঘিরে-
স্বস্তির নিঃশ্বাস টুকু পেতে চাই ফিরে।
ক্ষুদ্র বৃত্ত মাঝে ঘুরে শুধু মরি-
অপরে চিনতে গিয়ে নিজেকেই হরি।
চিন্তার নাগপাশে নিজেকে জড়িয়ে চলেছি আমি নিতি-
নিজের সঙ্গে দ্বন্ধে কভু হারি, কখনো বা জিতি।
রাত্রির আকাশ পানে চেয়ে নিতি সারা-
কভু কি মিলবে দেখা মোর ধ্রুবতারা।