আমার আকাশ ছিল প্লেন চলায় ব্যস্ত
সাঁই সাঁই আওয়াজ
একনাগাড়ে বাজ
সহ্য করতে করতে একটা সময় অভ্যস্ত।


আমার নদীতে বেমালুম চড়া পড়েছিল
গজিয়ে ওঠা বালির দ্বীপ
ইতিউতি পুঁটির ছিপ
বড়মাছ অন্য নদীর রাস্তা ধরেছিল।


আমার পাহাড়ে এতদিন একটানা ধস
সবুজ বন নিকেশ করে
উঠোনটাকে ধুলোয় মুড়ে
নিঙড়ে নিয়েছিল যেন জীবনটুকুর রস।


আমার আকাশে আজ ছটফটে পায়রারা
পাখসাট দেয়, নদীর গায়
জলের গয়না ঝলমলায়
আমার পাহাড় তোমার বাঁশির সুরে মাতোয়ারা।