আকাশ বেয়ে ঝুপ করে
ছাদের ওপর টুপ করে
ঝিঁঝিঁ-ব্যাঙের যুগল সুরে
মাঠে ধুলোর আল্পনাতে
                নির্জনে সন্ধ্যা নামে।


জাফরি-কাটা আমের পাতা
কাস্তে চাঁদের জোছনা পাতা
মন-খারাপের হলুদ খাতা
চিরতরে ভুলিয়ে দিতে,
             আসবে চিঠি নীল খামে?