বড় ভুল হয়ে যায়
খেয়ালি মনে বলতে বলতে
আপন ছন্দে চলতে চলতে
এলোমেলো হঠাৎ ঝোড়ো হাওয়ায়।


বড় ভুল হয়ে যায়
আপন মনের মাধুরী দিয়ে
পুজোর ফুল থালায় নিয়ে
চেষ্টায়, ঈশ্বরের কাছাকাছি যাওয়ায়।


বড় ভুল হয়ে যায়
নদীর জলে অবগাহন
ঢেউয়ে ঢেউয়ে সাতকাহন
পুণ্যস্নান তবু শেষ অপূর্ণতায়।


বড় ভুল হয়ে যায়।