গাছের কোটি কোটি কোষে
এক একটা মন লুকিয়ে আছে
ঘাপটি মেরে বসে।


তাদের চাউনি কারো সলাজ,
ভাবুক বা কেউ ডাকাবুকো
অনেক রঙের কোলাজ।


জল ঢাললে গাছের গোড়ায়
কচি-বুড়ো সকল পাতা
আকাশে হাত বাড়ায়।


শুনে পূরবীতে আলাপ
আদ্যিকালের জমাট কুঁড়ি
ফুটে ওঠা গোলাপ।