কোথায় তোমার ঘর?
অতল গাঙে নৌকা বাওয়া
না, শুকনো বালুচর?


কোথায় তোমার মন?
আপনজনের ঘেরাটোপ
না, একটা টেলিফোন?


কোথায় তোমার দেশ?
যুক্তিবাদী ভালোবাসা
না, কাঁটাতারের শেষ?