সেই আগন্তুুকের ভাষা এখনও
বোঝে ওঠা হয়নি।
অপেক্ষারত আমি আজও..
শরৎ আসে, বর্ষা আসে, আসে
বসন্ত, আসে নাতো আগন্তুুক।
দেশ পুড়ে যায় গ্রীষ্মে,দাবদাহে
আর্তনাদ জনতার, মৃত্যুমুখি
সমাজ, ভালোবাসা যেন উধাও।
আগন্তুুকের খেয়াপারাপার যেন
অবিরত, বিরাম নেই তাদের কূলে।
বারে বারে চেপে পার হয় সেই
বিষাক্ত খেয়াতে,
দোষের আঁচ মাঝি কেউ ছাড়ে না।
পায়ের চিহ্ন যেন তাদের স্থির নয়,
মুছে যায় হঠাৎ।
সেই পথে আবারও ঘাস জন্মায়
হয়ত আবার কোনো আগন্তুুক এসে
মাড়িয়ে যাবে তারই জন্য।