উষ্ণ ধাতবপিণ্ডে জলস্পর্শের অনুভূতি
হলো আজকের বৃষ্টিতে।
পলাসের রঙীন সৌন্দর্য যেন উলঙ্গ শাখাই শোভিত।
চাঁদের গরিমা যেন পড়ে থাকা পলাসদের নিয়েই আনন্দিত।
তবে তাদের সৌন্দর্য যে ক্ষণিক তা নিশ্চিত।
পারবে না আগলে রাখতে চাঁদের আলো পলাসের রূপ,
হয়ত সূর্যের তাপে তারা কুঁকড়ে যাবে বা বৃষ্টিবিন্দুও
ঝরে পড়া পলাসদলকে জাগিয়ে তুলতে হার মানবে।
তবে নিশ্চিত করে মলিন শাখারাশি পুনরায় রঙীন  
হয়ে ফিরে আসার দম্ভ দেখাতে পারে না।
সেই আগমনের উত্তর যে মাটির ঠিকানায় লেখা।