স্বপ্ন তুই আমার সাথে আড়ি কর,
যা না তুই আমায় ছেড়ে বাড়ি কর।


মিছে'ই কেনো রাঙাস মোর বিবর্ণ সেই ঘুম,
নিশ্চুপ যেথা ঝিঝির দল, রাত্রিও নিঝ্ঝুম্।


স্বপ্ন তুই আমায় ছেড়ে বাসা বাঁধ,
মিলবে না তোর হিসেব হেথা, পুরবে না তোর ইচ্ছে সাধ।


দোষী হোবো আমি শুধু'ই , জীবন করবে দায়ী,
দেখবো আবার স্বপ্ন যখন, করবো তোরে স্থায়ী।