তোর আঁখি পানে চেয়ে আমি
মায়াতে জড়িয়ে যাই, কি যে নাম দি
মায়াবিনী না হরিণী ব্যাকুলতা গ্রাস করে।
আলতো চোখ দুটি তোর যেন শান্তির নীড়,
অক্লান্ত ব্যর্থতার পরে দিশার আলো,
বিষাক্ত বিষবাস্পের ঠাঁই অল্প শীতলতা।
কত কি যে লুকিয়ে আছে তোর ওই দুই চোখে,
শব্দভান্ডার শব্দচয়নে ব্যর্থ
ছন্দেরাও হার মানে কাব্যিক প্রকাশে।
শুধু তাই নয়
তোর ওই চাঁদ মুখে কলঙ্ক স্বরূপ তিল
যেন সৌন্দর্যের শোভাকে অনেক অনেক বাড়িয়ে দেয়।
আর সেই চাঁদ মুখে যখন জ্যোৎস্নার মতো
হাসি ফুটে চারিদিকে তোর
জ্যোৎস্নার জোয়ারে আমি হারিয়ে যাই আবারও,
আবারও তোকে খুঁজে পেতে।