নিরন্তর অবিরাম ছুটে চলো তুমি মরীচিকা
জীবন্ত কবিতায়ও তোমার মেলে না দেখা
আঁধার ঘনিয়ে এলে ভরসা চাঁদের আলো
অঝোর নীর নেত্রে তব সমীরে ছুটে চলো।


মিথ্যার রাজ্যে সত্য হয়ে নির্বাক তুমি
সুখের আদলে পুরোটাই তুমি ক্লেশে মোড়া
ভালোবাসার পরিস্ফুটন পেয়েছে ছেলেবেলা
মৃত্যুর ভয় মিছে-মিছি, মৃত্যু নামের খেলা।