কোনো এক বরষার বিকালে এক পলক দেখেছিলাম তোমাকে,
প্রথম দেখাতেই অনেকখানি  ভালোবেসে ফেলেছিলাম তোমাকে।
ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো ভালোবাসা সঞ্চিত হয়েছিল আমার মনে,
জানতাম না তোমারও কল্পনার জগতে বিরাজ করতাম আমি গোপনে।
এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় পূর্ণতা পেয়েছিল আমাদের ভালোবাসার মিলন,
সেদিন আমার মনে জেগেছিল অজানা আনন্দের শিহরণ।
একটু একটু করে ভালোবাসার গভীরতায় হারিয়ে গিয়েছিলাম দুজনে,
গোপনে ভালোবাসার এক সুন্দর জগৎ সৃষ্টি করেছিলাম দুজনের মনে।
ফোঁটা ফোঁটা বৃষ্টি জমে একদিন যেমন সব ভাসিয়ে দেয় বন্যায়,
তেমনি হঠাৎ একদিন আমার জীবন থেকে তুমি ভেসে গেলে এক লহমায়।
তোমাকে খুঁজতে গিয়ে আমিও ভেসে যাচ্ছিলাম অশ্রু বৃষ্টির বন্যায়,
হঠাৎ বাধা পেলাম আমি সাথি হতে পারলাম না তোমার নিরুদ্দেশ যাত্রায়।
এখন বরষা এলে আনন্দিত হই ভালো লাগে ফোঁটা ফোঁটা বৃষ্টি,
সেই বৃষ্টির মধ্যে খুঁজতে থাকি তোমার সদা সহাস্যমুখ ও মায়াবী দৃষ্টি।
এখন শুধু স্মৃতি রোমন্থন করি আর চোখ ভাসে আশ্রুধারায়,
নিত্যদিন প্রার্থণা করি তোমার আত্মার শান্তি কামনায়।


★★★ সমাপ্ত ★★★


( বরষার আয়োজন )