হৃদয় মন আজ ভালোবাসার ,
জীবন পেয়েছে পরিচয় বাংলা ভাষার।
ছিল কতশত আত্ম ত্যাগের মিছিল,
তাই স্বপ্নে নিয়ে চলেছে পথ, একুশের দল।


আগামী দিনের স্বপ্নের প্রতিষ্ঠা রূপায়ণে,
বুকে জমে আছে দুঃখ রেশ
                      আর অভিমান মনে।
মাতৃভাষা স্বীকৃতির স্বপ্নে যে মগ্ন,
হৃদয়ে ভাইদের রক্তে রাঙানো স্বপ্ন।
স্বপ্নের পথ এখনও আছে অবরুদ্ধ,
এপার ওপার হয়েছে তাই সঙ্ঘবদ্ধ।
দেখেছি...
নির্জীব প্রাণহীন দেহ লুটিয়ে ছিল পথে,
সব শেষ হয়নি তখন শহীদ নামে একসাথে।


আজ নবজন্ম গাইছে অমর একুশের গীতি,
ভাষার প্রতিষ্ঠা পেলেও আছে বেদনার স্মৃতি।
ভুলিনি আবুল,আবদুল,আবদুসের আত্মবলি,
আজও মনে পরে করুণ দিনের শহীদের বলি।


অমর একুশে কি বলা যাবে তাদের,
দেখো তোমরা নেই আছে.... তোমাদের কথা ।
বলবো আমাদের মনে প্রাণে জেগে মাতৃভাষা,
অমর শহীদের রক্তে গর্জে উঠুক-
মাতৃভাষার ভালোবাসা।


বিশ্বে বাংলার স্থান সেরা ভাষার দলে,
আমার মাতৃভাষা বাংলা জেগে উঠুক ঘরে ঘরে।