কিছু কথা সহজ করে বলবো ভেবেছিলাম,
কিন্তু তুমি আমায় করেছো কঠিন ।
আমার এখন উনপঞ্চাশের শেষ,
ভেবেছিলাম ঘরে ফিরে বলবো একদিন ,
কিন্তু সেখানেও ঠাঁই হলো না !


উনপঞ্চাশে জটিলতা অনেকটা বেশি,
তাই আগেই অনেক কথা বলবো ভেবেছিলাম;
কিন্তু সে কথা বলা হলো না ।


আসলে পঞ্চাশ মানেই ভয়,
শেষবেলার শুরুতেই হয় মনের অবক্ষয়।


তবু কেন কিছুই পাইনি বারেবারে বলো ?
সবাইতো সব পায় না সেটাও একদিকে ভালো ।


যেমন আমাদের ঘরের পাশে রাধাচূড়া ফোটে,
তবু তুমি বলো কৃষ্ণচূড়া তুলে আনো ।
আসলে বোঝার ভুল,
তাই উনপঞ্চাশের আগেই তুমি ঘরছাড়া।


©® সঞ্জয় কুমার মুখোপাধ্যায়