সারি সারি সবুজায়ন,
আজ হারিয়েছি সবুজের কাছে।
দেখি কোথাও চায়ের বাগিছা-
কোথাও চারিপাশে অভয়ারণ্য সেজে।


সদূরে পাহাড়ের শোভা শুরু একপাশে,
আকাশের নীলিমা ব‌ইছে বম্ভপুত্রের জলে-
মাজুলি ভেসে তার ঠিক মাঝে।
বৃষ্টির জলে ভিজে-
নাগাদের দেশ দেখা দূর হতে।


দেখি ছুট নিরুপায় কিছু মানুষ,
দেশছাড়া আজ করেছে বসতি পাহাড়ের নীচে,
শুধুই ওদের অবলম্বণ আজ চাষের খেতে।
এখন আবিষ্কারে-
কাজিরাঙ্গা অভয়অরণ্য আপন রূপে,
প্রকৃতির কোলে আত্ম ‌উন্মোচনে ।