আমার চেনা শহরের কত স্মৃতি,
দেখি জানালা থেকে ব্যালকনি।
চুইয়ে আসে রৌদ্র..
দুরন্ত বাতায়ন দোদুল্যমান মন।
তোমার এলোকেশী মুখ,
টলটলে চোখের দিঘীতে ভাসে
অজস্র স্বপ্নের পরিযায়ী।
উড়ে যাওয়া পেঁজা তুলোর মত স্বপ্নেরাও
একদিন হারায় সব রঙ ।
তুমি আজ নেই-
বিবর্ণ দ্বিপ্রহরে পুড়তে থাকি,
আমি একাকী-
একটা সঙ্গীহীন একা প্রজাপতি।