সন্ধিহান চোখে কতগুলো বিস্ময়,
কক্ষচ্যুত প্রেমের সম্পর্ক লজ্জায়।
কামরায় লতানো আকর্ষ-
চেয়েছিলো কিছু অবলম্বন,
পথভ্রষ্ট পথিকদের ভদ্রতার মুখোশ,
দেখেছে শুধু শরীরের অভিব্যক্তি..
শালীনতার দোহাই দেয় যুক্তিবাদী।


মনের গভীরে ওদের পৌঁছায় নি ডাক,
প্রশ্ন প্রেমের অনুভূতি আজ কেন রাস্তায় ?
তবু ওদের কাছে..
পাশ্চাত্যের নগ্ন বায়োস্কোপ বর্ষসেরা,
দেখতে যায় সকলে পালা করে।
আলোচনা ওদের উন্মুক্ত জীবনের,
তবু কেনো প্রতিবাদ সমাবেশ
শালীনতার নামে ?


আসলে মুখোশের আড়ালে লুকিয়ে,
সত‍্যগুলো সব চাপা পড়ে থাকে-
মিথ্যা সভ‍্যতার আভরণে।