এখনো একটা গোলাপ পাবি ডাইরি খুলে,
একযুগ ধরে মনে টাটকা রেখেছি তাকে-
আমার পাওয়া প্রথম প্রেমের উপহার।
উপহারের সব সাজানো স্মৃতি,
স্মৃতি গুলো এখনো ঝরে যায়নি।
ওরা হয়তো রোজ বিরহের যন্ত্রনা পায়,
প্রতিদিন মন অস্তির হয়ে যায়।


পাতা উল্টালে দেখি বেশকিছু তারিখ আর -
কিছু প্রশ্ন ওই ডাইরির পাতা জুরে।
যেখানে অনেক সুখেরই স্মৃতি চাপা আছে-
আছে কিছু অভিমান মন খারাপ করে।
আছে কিছু প্রেম সুপ্ত অনুভবে,
সাজিয়ে রেখেছি গুপ্ত ভাবে।
আর কিছু খেয়ালিপনাতে,
অনেক ভুল করেছি ক্ষাম-খেয়ালি জীবনে।


পাতার পর শুধু তুই আর আমি,
আর তোর রামধনুর স্বপ্ন।
তবে পড়ে ফেলিস না যেনো সব,
থাকুক না আর কিছু বাকি ।
আরো বারুক না আরো কিছু ঋণ।
খারাপ আমি তোর কাছে এখন,
আরো খারাপ হতে চায় প্রতিদিন।
একফালি হিমাংশু চায়না কালো মেঘ,
আজ যে ত্রমিস্রা আমার জীবন প্রভাতে।
একটুখানি মারুতের অপেক্ষায় আছি,
যদি ফেলে আসা স্মৃতিগুলো ভুলি-
তোর ভাবনায় আগমনে।