বিশেষ জ্ঞান অর্জনের পথে তুমি ছিলে,
কখনো ঈশ্বর অনুভবে অপরোক্ষ জ্ঞান লাভে,
তত্ত্বজ্ঞান পিপাসুদের সাথে করে,
তুমি ছিলে ভৌত সকল পর্যবেক্ষণ নিয়ে,
তুমি ছিলে অনুবীক্ষনে মেসনের অদৃষ্টবাদে
মানুষের উপকারে কল‍্যাণে ভৌতবাদে ।


তুমি কোন দিন ছিলে না জীবিকার উপার্জনে,
তুমি সদা ব‍্যস্ত জগতের সত‍্য উন্মোচনে,
আয়ের পথের দিশা ছিলো না তোমার দ্বারে,
এখন প্রতিদিন তুমি ছুটছো পুঁজিবাদের বাজারে,
প্রত‍্যহ চোখে স্বপ্ন দেখো অর্থ উপার্জনের, 
বিশেষ জ্ঞানের হয়েছে বিকেন্দ্রীকরণ পুঁজিবাদে।


অদৃষ্টবাদেরা বসছে ক্ষমতায় আশাবাদী,
দরিদ্রদের ঘরে জ্বালাবে লটারির বাতি,
তবু দিতে পারে না দু টাকার চাল,ডাল ওই ভোগবাদী,
পরনের বসনহীন নারীরা সন্মানহীন পথেঘাটে,
সবকিছু এখন হরিৎ কাগজপত্রের সামঝোতাতে।


সময় এসেছে তাই বিশেষ জ্ঞানের অধীকারীদের
সমাজের কল্যাণে ব্রত নিয়ে করবে নভেল জয়
শুধু কাগজের বিনিময়ে আর হবে না পরিচয়,
দেশের কাজে লাগতে হবে হোক না ভৌতবাদীদের
অপচয়।