দুই হাতে অজান্তে কালি মেখেছি,
                           বহুদিন হলো ।
তবু ভাবনাগুলো অধরা ছিল,
       দূরে রেখেছিলাম নিজেকে ।


এখন পাহাড় চূড়া থেকে নিচে দেখলে
                         অতল গহ্বর দেখি ।
ভাবী হারিয়ে গেছি গহন অন্ধকারে,
      গভীর গাছের নিচে পাথরের মত।


শখ আল্লাদ পূরণ হয় না সবার,
              দুটো মানুষ যখন ভিন্ন।
তবু গাছের গভীরতা শান্তির ছায়া দেয়,
            মানুষ হবার পথ দেখায়।


পাছে হারিয়ে না যাই গহন অন্ধকারে।