সেদিন গিন্নি বললো কি যে লেখ সারাদিন,
ছাইপাশ বুঝিনা এতটুকু-
খালি কাগজ ছিঁড়ে ফেলে টাকা নষ্ট।
জানি না তুমি কিসে এত ব‍্যস্ত !


আমি বললাম আমি করছি শ্রেষ্ঠ শিল্প,
শব্দ নিয়ে যত কারুকার্য-
মনের পাতায় আঁকছি নিজের জল্প,
হবে হয়তো এক নতুন বাঁচার বিকল্প।


এরপর রাত জাগা কলম আর খাতা,
কত রকমারি কথা বিরোধী দলের কানপাতা-
দেখি সব কিছুতেই তার বিরোধীতা ।


ক্রমশ ঘরে দেখি প্রায় হিরোশিমার কালো বৃষ্টি,
আমি নাকি কাপুরুষ নেই সংসারে মন-এক অনাসৃষ্টি।


গিন্নি বলে কি হবে কল্পনা করে ?
আমি বলি- জানো না কি হবে এই করে ,
তবে শোনো আমি করেছি এক অমোঘ শিল্প,
যা ভুলিয়ে দেবে জীবনের সব কালো বৃষ্টির গল্প।