একবার ভাবি কুড়াতে যাবো,
এক টুকরো চাঁদ পড়ে আছে পাশের জলায় !
তাকে কুড়াতে যাবো ।


লোকে বলে কি হবে তুলে ?
উজ্জ্বলতা কমে গেছে নোংরা জলে !


আমি বলি তবু কুড়াতে যাবো,
সে‌ তো ওর দোষ নয় ।
ও যে জলে পড়ে আছে অভিমানে অছিলায়,
কিছুটা ভুলে ভরে আছে হৃদয় ।


সে তো ছিল না আমার কাছে,
দোষ তারই না হয় হলো ।
দেখি তবু যদি যেতে পারি,
কাল‌ই যাবো..
পড়ে থাকা চাঁদ তোমায় কুড়াবো।