এ তোমার কেমন ভাবে ফেরা,
সবকিছুই তো বেরঙের চাদরে মোড়া ।
তুমি যে শুধু চেয়েছিলে একটা লাল গোলাপ..
আর করেছিলে একটু আলাপ।


তারপর কেটে গেছে বেশ কিছুদিন,
দেখেও ছিলে অনেকগুলো স্বপ্ন রঙিন।


এখন দেখতে পেলে শুধুই আগ্ৰাসী একটা মন !
আর রাহুর আগ্ৰাসনে তোমার সূর্যগ্রহণ ।
অবশেষে পেলে ওই গোলাপের মেকি আবরণ,
যা শুধুই দিয়েছে মনে কাঁটার আগুন।


ছিলোনা গোলাপের রঙে সেই রক্তিমতা,
তাই তুমি আজ বিবর্ণ আদমের আদিমতায়।


আসলে তুমি করেছিলে যে গোলাপের বীজ বপন-
সে ছিলো না তোমার অগ্নিবীজ।
যে কোনদিন হয়নি তোমার তাবিজ !
তাই সে হয়েছিল রক্তবীজ ।


তাই মিছে ব‌ইছো যাতনার ফসল,
জানো কি এরপরও তুমি হবে সফল।
তাই করো না বিলাপ,
দেখো যদি পাও খুঁজে একটা শ্বেত গোলাপ।