সবুজের পরিচর্যা করো,
এনে নিজের ঘরে,বাগানে বসাও।
ওদের সবুজকে মনের গভীরে নাও,
নিজের মনুষ্যত্ব জাগাও।


রোগ মুক্তির জন্য ওদের দরকার,
এখানে এখন আর সবুজ নেই কোথাও।
এখানে শুধু কালো ধোঁয়ার বলয়,
রোগের অভিশপ্ত দাবীকে গিলে খাওয়া দেখা যায় ।


সবুজের খরা চলছে মানবতায়,
তাই গাছ তুলে আনো,ঘরে এনে বসাও।
চোখ যে সবুজ হতে চায়,
দেহ হতে চায় সবুজে ঘেরা মহীধর ।


আমরা নতুন করে বাঁচতে চাই,
শুধুই সবুজ মন নিয়ে এগিয়ে যেতে চাই।