নিরাবতা দেখছে অবিরাম শূন্যতা,
দিগন্তে প্রবাহজ অস্তমিত সংসার
কালচক্রে প্রবাহমান সম্পর্ক ভার
ধাবমান সব গতিতেই স্থবিরতা ।
জীবনে সরলতার নেই বহিঃপ্রকাশ,
আগুনের স্পর্শে  হারিয়েছে স্বকীয়তা
তপ্ত মনে রোজ জ্বলছে মানবিকতা
সব মিথ‍্যা এখন করছে আত্মপ্রকাশ ।


অকৃতজ্ঞতা পেরোয় অন্তিম সোপান,
ইর্ষান্বিত মন গুলো অভিশাপ দিলে
প্রত‍্যহ আমার মনে দাগ কেটে যায়।
অতীত তো প্রেম দেখেছে সাতকাহন
এখন যে জন‍্য আত্ম অহঙ্কারী চলে
মিথ‍্যায় অজান্তে সব ঘর ভেঙে দেয়।