নিজেকে চেনা বাইরে থেকে সঠিক কি সাজে ?
প্রতিবিম্ব অনেকটা বলে দেয় সামনে কাছে এসে।
অনেকখানি সত‍্যি -
দর্পণে খোলস ছেড়ে সামনে বেড়িয়ে আসে!

অন্ধত্বকে বিসর্জন দেবার সাথেই হয় আভরণ উন্মোচন,
তখন বিবর্তনের সাথে দেখি পথ পরিবর্তন।
দেখি হয়নি কিছুই আপন-
কারণ কাঠামো ছিল সবকিছুই গোপন।


নিজেকে দেখি এক ঐন্দ্রজালিক মুহূর্তে,
তখন সবকিছুই হারায় সামাজ‍্যবাদীর ছবিতে।


উত্থান পতন বিশ্লেষণ করা তার এক রীতি,
তবু অদৃশ্য হয়ে যায় সব দৃষ্টির অগোচরে।


এখন পাল্টেছে দৃষ্টিভঙ্গি পেয়েছি বিকল্প,
তাই এখন অপ্রয়োজন দর্পণের জল্প ।
নিজেকে ঠিক চিনেছি আপন প্রতিবিম্বে।