আজ বৃষ্টির জল ঝরেছে অবিরত,
যখন আমার বিদায়ের দিনে-
তোমার চোখের জল ঝরা প্রতিনিয়ত।
চলার পথ দুজনের ছিলো অক্ষত,
তবু একটি অদৃশ্য ইন্টারসেক্ট।
আজ মেঘেদের কান্নাকাটি শান্ত,
সান্ত্বনায় চোখে ভেসে-
শুধু রামধনুর রঙের স্মৃতিতে দিগন্ত।
আজ সম্পর্ক দুরত্বের ব্যবধান,
দেখেছে একটা ক্রশ দ্রাঘিমাংশের।
জীবনের গোলার্ধ দখল করছে,
তবু একটি অদৃশ্য ইন্টারসেক্ট ।
শুধু ভালোলাগা নিয়ে চলা যায় নি,
হয় নি প্রেমের সম্পর্কে অবগাহন।
ইন্টারসেপ্ট করা হয় নি সম্পর্কের কনসেপ্ট,
তাই অজান্তে সম্পর্কে একটি ইন্টারসেক্ট।