যৌবনে সুপ্ত বসনার লালসা চারিপাশে
ইন্দ্রিয়ের হাতছানি উস্কানি মনের অন্তরে নাচে
অপরাধের শিকড়ের মূল বাড়ে মনের ভিতরে
দেহসুখ যাতনায় নির্মমতার বলি দেখি প্রাণে
নেশার প্রলোভন চোখ দিয়ে দেখে
নারী স্বাধীনতা অন্ধ কোঠোরে মরে
পোষাক পরিধানের স্বচ্ছতার প্রকাশে
দহন জ্বালায় মনের খিদে মেটে
রাস্তার দুপাশের ঝোপঝাড়ে কিমবা
গাড়ীর পিছনের সীটে
লালায়িত শরীর সব দোলে
গ্ৰহণের অপেক্ষায় নারীর দেহ রোজ মরে
অভিসপ্ত সমাজে সবার অগোচরে
হয়ত সেও ওই লালায়িত লোলুপের পরিবারের
কোন এক স্ত্রী জাতির রুপ ।