ঈশ্বর স্বপ্নে এসেছিলেন,
একদিন কাকভোরে দেখা দিয়েছিলেন ।
পদতলে ধূলিকণা মেখে এলেন...
বললেন সেগুলো‌ দেবেন
লেগে আছে পদধূলি সবাইকে দেবার।


কিন্তু একি ! ঈশ্বরের চোখে জল ?
      ঈশ্বর এখন পরিশ্রান্ত রঙ মেখে,
বিভিন্ন বেশভূষা সেজে মানুষের অত্যাচারে !


তিনি একদিকে দুধ গঙ্গায় অভিষিক্ত,
অন্যদিকে নিয়মাবিধিতে রক্তাক্ত।
কোথাও চাদরে তার দমবন্ধ,
দেশে দশে ..
ছড়িয়ে ছিটিয়ে খালি তার গায়ে পায়ে বারুদের গন্ধ।


ঈশ্বর আছেন
   সবার মনে খোলা মাঠে ঘাটে পুকুরে ।
বন্ধ মনের খোলা জানালাতে,
সবুজ মনে বা  শষ্য-শ্যামল ক্ষেতে।


তিনি মানুষের উর্ধ্বে,
সমাজের উপরে থাকেন।
এখন শুধুই স্বপ্নে আসেন আর চলে যান।


দুরত্ব‌ই ভালো, বেশি কাছে থাকলে
আবার পড়বেন নিয়মের বেড়াজালে।
তাই বললাম থাকুন দূরে, দেখি না হয় স্বপ্নে
সম্পর্কটা তো টিকে থাকুক অন্তত মনে।


©® সংরক্ষিত