আজ আবার হারিয়ে গিয়েছিলাম,
ভোর হতেই আবার স্বপ্নভঙ্গ !


সারাদিন শুনেছি মেঘেদের ক্রন্দন,
বৃষ্টির জল ঝরেছে পাহাড় থেকে সমতলে।


রবি আজ সারাদিন অস্তাচলে,
তাই কিছুটা তার অক্ষর সংলাপ।


শুনতে পাই গীতাঞ্জলির ক্রন্দন,
শান্তিনিকেতন বার্তা !


তবে মাটির বুকে পায়ের চিহ্নগুলো আছে।
আছে দেশ ও দশের গান।


আজ‌ও ছোট ছোট নদী গুলো ব‌ইছে আঁকে বাঁকে,
কাজ করে চলেছি পুরাতন ভৃত্যের মতন ।


@ সঞ্জয় কুমার মুখোপাধ্যায়