আমরা এখন বাঁচতে চাই,
চারিদিকটা ওলোটপালোট ।
কুঁচকে যাওয়া ভাঙা গঙ্গার পাড়,
দেখছি চওড়া হওয়া নদী গতি দূর্বার।


দেখছি বড় বড় গাছের আছড়ে পড়া !
সাপের ফনার মতো কামড়ে লোক ধরা ।
ক্রমবর্ধমান শব্দের বিষ ঢালা,
ভালোবেসে মানুষের  রক্তে ভাসা‌ !  


পতাকার রদবদল
জাতীয়তাবাদের কোন্দল।


সব ছেড়ে জীবন চাই
ওলোটপালোটের মধ্যেও বেঁচে..
একটা শান্তির জীবন চাই।