শিকড় এখন অনেকখানি ভিতরে,
চলতে চলতে কি পথ ভুলে ?
নাকি আলো আঁধারে তলে ?
আসলে..
জীবনের সব হিসাব-নিকেশ ভুলে,
মনে পুনরায় স্মৃতির নিটোল ঢেউ ভুলে -
বসন্ত আসে লুকিয়ে অনুভবে তোমাকে নিয়ে ।


তুমি বলেছো উদার হতে সমুদ্রের মতোন,
সেই জন্য কেন্দ্রবিন্দুতে এই মনঃস্থাপন।
তাই উদারতা যখন তোমার কাছে শপথবাক্য !
তাই ছড়িয়ে দাও এই মনের কাছে,
শুধুই জেনো-
সবটাই তোমার এখন বেদবাক্য।