বসন্ত আজ জেগেছে মনের ছোঁয়াতে,
উওরের সমীকরণ হাত ধরে আমায় ডেকেছে কাছে তে-
আমি চেয়েছি শুধু ভালবাসতে পরতে পরতে,
তাই বসন্ত আজ জেগেছে মনের ছোঁয়াতে।


সব অপমান অভিযোগ এখন লুটায় মাটিতে,
কখনো শব্দেরা হারিয়েছে ছন্দ তার গতিতে !


তবু বসন্ত আজ জেগেছে মনের ছোঁয়াতে,
কত প্রেম ভেসে আছে তিস্তার জলেতে-
আমি তাই চেয়েছি গঙ্গায় মেলাতে,
তাই বসন্ত আজ জেগেছে মনের ছোঁয়াতে ।


কখনো দক্ষিনে বা উত্তরে মন গেছে দোলাতে,
তবু বসন্ত আজ জেগেছে মনের ছোঁয়াতে।


আমি অপেক্ষায় তিস্তাকে গঙ্গায় মেলাতে ।