পিঞ্জরে বন্দী অজানা আশ্বাস,
মুক্তির খোঁজে ছুটে চলেছে তার অবিশ্বাস।
জানে চারপাশে ছিটিয়ে নাগপাশ,
হয়তো নাম দেবে ব‍্যভিচারী;
কিম্বা কোথাও মিথ্যা-অনাচারী ।


সত‍্য আজ লুন্ঠিত পথে ঘাটে,
স্ত্রী কালো মহিষ লোভে আইনের পা চাটে।
ইতিমধ‍্যে অসুরের দলবদল,
দেখি কত মিথ‍্যার রদবদল।

পথে ঘাটে লুন্ঠনে আইনের রক্ষক,
দারোগা এখন হয়েছে ভক্ষক।
কাছেই আছে আরেক বিভীষণ,
মীরজাফর চরিত্রের দেখি পুনঃ নির্মাণ।


এখন সর্বত্র সিংহাসনে দেখি হীরকের রাজা,
আইনশৃঙ্খলা রক্ষাকারী হাতে নেবে কি প্রজা ?


তবে এটা ঠিক-
বিশ্বাস 'সত‍্যমেব্ জয়তে' আছে বেঁচে,
হয়তো দেরী তবে জানি একদিন-
বিক্রি হওয়া বিকৃত কালো স্ত্রী মহিষের হবে বলি।


আজ দেবীপক্ষের সময় কি হবে এইসব করে ?
অসুর নিধন তো হবেই হবে।
জেনে রাখ পাপিষ্ঠ নরাধম,
"তোকে মারিবে যে গোকুলে বাড়িছে সে।"