"তুমি কোন জাতের ভাই ?"


-হঠাৎ যদি কেউ ডেকে বলে তাই ?
বলি- জাতের বিচার করে আমরা কি পাই ?
সবাই তো আছি এক‌ই গোলকেই-
একসাথেই এক পাতের খাবার খাই,
লাল শোণিতের প্রবাহে ছুটে বেড়াই।


জাত বিচারে উচ্চ নীচু আগেপিছু ,
যেন পাহাড় আর সমতল বোঝাবে কিছু।
তবু মানুষ চামড়া বর্ণ বসনে উপাধি নিয়ে খাড়াই,
তুমি আর কোরো না শুধু শুধু জাতের বড়াই।


আসলে বন‍্যেরা অনেক উচ্চ জাতের -
মানুষেরা অনেক নিম্নের ।


কারণ বন‍্যেরা দরকারে হত‍্যা করে,
আর মানুষ অকারণে রোজ মারে।
নাহলে শুধুই অপমান করে-
সব ছিনিয়ে মনকে মারে।