জরাজীর্ণ গ্রীষ্মক্লান্ত,
বৈশাখ-জৈষ্ঠ্য অতিক্রান্ত..
প্রকৃতিকে বর্ষা মৌসুমে অবিরন্ত।
আপন প্রেমপেয়ালার পবিত্র জলে-
স্নান করিয়ে সিক্ত করে প্রকৃতি প্রাণবন্ত।


ধূসর চাদরের লিপ্ত আকাশের মেঘমালা,
মেঘের ডাকে উদভ্রান্ত পবনের ছুটে চলা..
এলোমেলো হয়ে বয়ে চলে সারাদিনে।
চমকানো বিদ্যুৎ শিখার পরিচয়ে অন্ধকারে,
ঝঞ্ঝায় বারিধারা মুখরিত জীবনের দানে,
পৃথিবীর বুকে।


বর্ষার সৌন্দর্য্যে শোভিত আমি একাকী মনে ,
প্রকৃতির এই রূপে হৃদয়ের আনন্দে মাতে।
গাছেদের নৃত‍্য দেখি দুচোখ ভরে,
ওরা পাশাপাশি এসে বলে কানেকানে-
উতলা উত্তরী এনেছে বর্ষা প্রকৃতির দানে।


ফুলের দেখি সমারোহ,
কদম,শাপলা শালুকের প্রকাশ অহরহ।
ফলের তৃপ্তির প্রশান্তি মনে,
আনারস,আমড়া,পেয়ারার কথা সবখানে।


আজ উন্মত্ত যত তৃষ্ণার্ত পীড়িত প্রাণে,
স্বস্তির শান্তির জল  অবগাহনে।
প্রকৃতির মন ভাসিয়েছে শ্রাবণধারায়,
বর্ষায় সৃজনের সবুজ আত্ম‌ উন্মোচনে।


কোথাও প্লাবনে, কোথাও সৃজনে..
সৃষ্টির সর্বত্র মুখরিত বর্ষনে।
পৃথিবীর সকল পিপাসার্ত স্থিতিশীল প্রাণে-
বর্ষা দিয়ে যায় পরিপূর্ণতা ঋতু তৃষিত মনে।