পথের ধারে দেখেছিলাম বুনোফুল,
প্রলোভিত করে হয়তো এনেছিল কিছু ভুল।
আকর্ষণে ঝড়ো হাওয়ার ভ্রমণ,
সেদিন উড়েছিল এক স্বাধীন মন।


এক এক করে উন্মুক্ত মনের বেষ্টনী,
আবদ্ধ জীবনকে টপকে করলো-
মুক্তির পরিভ্রমণ।
সেকি স্বপ্নের পরিপূর্ণতা-
না শপথের অবৈধতা ?


সাজানোর ছিল না তোমার গন্ধ,
তুমি শুধুই ছিলে এক বন‍্য মাদকতা।
তুমি ছিলে মুক্তির স্বাদ মনের উন্মাদনা,
তবু তোমার ভাবনায় ছিল এক পরিপূর্ণতা।


এখন আমি মুক্ত,
তোমার ছোঁয়ায় পেয়েছি-
সৃষ্টির উন্মুক্ত মন,
এখন ভালোবেসে পেলাম জীবনানন্দ।


©সংরক্ষিত