আজ খুব মন খারাপ লাগলো,
আসলে বিগত তিল তিল করে গড়া স্বপ্নগলো,
দেখি এক এক করে পালকের মতো উড়ে-
গিয়ে মনকে করেছে অগোছালো।
গাছের সবুজ পাতাগুলো বিবর্ণ রঙে,
শুকনো হয়ে ঝরে পড়া,
অবহেলায় পাচ্ছে নিরাশার আদর।
জানি একদিন নতুন পাতা আসবে,
মকুল আসবে;
তবু মনের একটা প্রশ্ন জেগে,
আমি তো সবাইকে অকৃতিম ভালোবেসে
দিয়েছিলাম মেঘের আস্তারণ।
শুধুই একটা শক্ত ভিত্তি প্রস্তর চেয়ে-
দেখলাম সব উড়ে গেছে খড়কুটো হয়ে-
কালবৈশাখী ঝড়ে ?
বৃথা আমার এই অরণ‍্যে রোদন-
তোমার তো আসলে আদম অমানবিক মন ।