একদিন সকলে ঘুমোয়,
আগুনের উপর চিতায় ।
ছাউ হয়ে ভাসে নদীচড়ের আশেপাশে,
তারপর সার হয়ে পঞ্চভূতে মেশে।


তবু শব্দেরা হারায় না ওরা ঘোরাফেরা করে,
সুক্ষ্ম অনুভূতি থেকে যায় মনের কারাগারে ।
ওরা অতীতকে দেখে শিক্ষা নিয়ে-বলে
কতগুলো ভুল ভবিষ্যত নষ্ট করে !
কখনো একটা কৃত্রিম দেওয়াল গড়ে।


একটা বৃক্ষের জীবনেও আঘাত আসে,
তার‌ও চারপাশ চোখের জলে ভাসে ।
তবু সে থাকে দন্ডায়মান সব ভুলে!


তোমরা বৃক্ষসম ছায়া ,
তাই ভবিষ্যত গড়ো,ধংস আটকাও
আর আমরা শুধু সার দেই।


তাই জ্বলবার আগে ভুল না করি,
বৃক্ষ যেমন সবকিছু দিয়ে যায় !
তুমিও দাও- তুমি তো সবার উপরে,
তাইতো তুমি প্রকৃতির রূপ।