তুমিতো শুধু ঐ গঙ্গামাটির ন‌ও !
বারাঙ্গনার গৃহের মাটির গন্ধে,
কুমারটুলির নানা রঙ নিয়ে
আমাদের জীবনে রঙ মাখাও।
তুমি দক্ষিণের বোধন নাও,
উওরে বয়ে এসে গন্ধে,
পুবের সভ‍্যতাকে সাজিয়ে
পাশ্চাত্যর কৃত্রিমতা ভোলাও।


দুষ্টের দমন শিষ্টের পালনে,
মানবতার পথ দেখিয়ে
জীবনে আর সৃষ্টির সৃজনে বিদ‍্যমান ।
বিভেদের মাঝে ঐক‍্যের বন্ধনে,
রঙের ভেদাভেদ মুছিয়ে
দাও শারদীয়ায় আনন্দের ঐক‍্যতান।