আয়নারে মা, আয়না বাবা, বাঁচবি তোরা আমারি মত
জীবনটাকে গড়লিই না হয়
আমার স্বপ্নে, আমারি পথে আমার চাওয়ায়
সবাই চায় তাই আমিও চাই, ব্যতিক্রমী নইরে আমি .........
স্বার্থপর বলিসনি আমায়, অত্যাচারি বলিসনিরে
আসলে সমাজটা বড্ড বদলে গেছে
তাই স্বপনগুলোও পাল্টে গেছে
তবু স্বপ্নে ওড়ে আশার ফানুস
বুঝতে কি পারিস ? তোদেরকেই নিয়ে !
স্বপ্নদেখি রঙ্গীন কত !!! না পাওয়ার সূচী অনেক বড়
জীবনটা সত্যি বড়ই বালাই, বাঁচার নেশা বেড়েই যায়
শুধু জানিনা, শেষ ভালটা কোথায় থাকে ?


একদিন তবু শরীর ছিল, আশা ছিল, শক্তিও ছিল
সময় সে সবই কেড়েই নিল
শক্তি শুষে, জীবন শেষে, শরীরটা ভাবে বাঁচতে হবে
একটু ভাল, আরোও ভাল ..................
বিশ্বেষ কর ! তোদের উপরেই যে ভরসা ছিল।
আয়নারে মা, আয়না বাবা ! ভাবতে শিখবি আমার মত ?
থাকবি তোরা আমার পাশে ?
আমার ভরসা হয়ে শেষ বিকেলে !
সাঁঝের বাতি জ্বালিয়ে দিয়ে, পথ দেখাবি একটু তোরা।
দৃস্টি ক্ষীণ আজ, অশক্ত শরীর,
স্বপ্নদেখি তাই তোদেরকে নিয়ে;
ভাল থাকিস মা, ভাল থাক বাবা
আমি বাঁচতে চাই যে শুধুই তোদেরই সাথে ।।