প্রশ্ন কি শুধুই আমার,
নাকি অর্থহীন স্বগতোক্তি ?    
কোথায় শুরু ? কোথায় শেষ !
অনুভূতি কি শুধুই অব্যক্ত কথার মালা ?
ব্যক্ত বা অব্যক্তও থাকে প্রেম !
মিলনেই কি পাওয়ার শেষ ?
নাকি প্রেম দেহের অতীত ?
নিরাকার সাধন নাকি সাকার ?
বেদের সারাংশ, কোরান বা বাইবেলের বাণী
অনেক পথ অনেক মত !
ওরাই ঠিক নাকি আমি বেঠিক ?
চাপিয়ে দেওয়া বিশ্বাস বারুদের গন্ধ শুঁকে
গায় মনুষ্যত্য বিসর্জনের জয়গান !  
প্রশ্নে অশান্তি তাই স্রোতেই ভাসা,  
অব্যক্ত প্রশ্নের পাথর চেপে বুকে
শ্রমিকও লড়ে জীবিকার প্রয়োজনে!    
বোবা থাকে, কোন প্রশ্ন করেনা !
বেঁচে থাকা, শ্রমিকের দিনান্তে পাওয়া
শুধু জানে, ত্যাগ শান্তির পথ।